Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সাহিত্য আড্ডা ও কমিটি ঘোষণা (২৪-২৭)

 

নিজস্ব প্রতিনিধি-

সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কমিটি বিলুপ্ত করে কবি কাজী আনিসুল হক কে সভাপতি ও কবি ফরিদুল মাইয়ান কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি (২৪-২৭)’র নাম ঘোষণা করা হয়।

৮ ডিসেম্বর রোজ শুক্রবার বিকালে নগরীর চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রুপান্তর লিভিং কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত সাহিত্য আড্ডা ও কমিটির নাম ঘোষণা হয়।

কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সাহিত্য আড্ডা মূখ্যব্যাক্তি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি দীপক ভৌমিক, এ সময় আলোচনা করেন কবি রইস মুকুল, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক , বীর মুক্তিযোদ্ধা কবি আল-আশরাফ বিন্ধু।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হকের ব্যবস্থপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কবি শফিকুল ইসলাম আরজু, কবি মোঃ আবুল কাসেম, কবি রাজলক্ষ্মী, কবি জয়নুল আবেদীন জয়, কবি গিয়াসউদ্দিন খন্দকার, কবি মৃদুল সাহা, কবি সাবিতা দত্ত, কবি ও সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা,কবি এম নাজমুল হাসান, কবি মোঃ ওমর ফারুক রানা, কবি জাহিদুল ইসলাম শান্ত, কবি শাহ আলম, কবি রফিক মাহমুদ, কবি এ বি এম জাকির, কবি নিরব রায়হান প্রমুখ।

সাহিত্য আড্ডায় কবি মৃদুল সাহার কাব্যগ্রন্থ ‘জল নদী ও নারী’ পাঠ উন্মোচন করা হয়।

উপস্থিত সকলে স্বরচিত লেখা পাঠের মাধ্যমে হেমন্তের সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে এবং লেখালেখির বিষয়ে সকলেই উন্মুক্ত আলোচনা করেন । আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস- ২৩ ও লেখক সম্মেলন (২৩-২৪) উপলক্ষে ১ জানুয়ারি বিকালে লেখক সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়। এবং লেখকদের স্বরচিত কবিতা পাঠের আহ্বান জানান।
বাংলাদেশ রাইটার্স ক্লাব এর কার্যনির্বাহী কমিটির অন্যন্য সদস্যরা হলেন
সিনি-সহ সভাপতি মোহাম্মদ আল মনির, যুগ্ম সম্পাদক আব্দুল লাতিফ রানা, সাংগঠনিক সম্পাদক সালমা ডলি, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্ধু, দপ্তর সম্পাদক সুমন সরকার, সদস্য শফিকুল ইসলাম আরজু, জাহাঙ্গীর ডালিম।

Daily Frontier News