Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা:-

 

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গ্রাম ডাক্তার আবদুস সাত্তার এর মৃত্যুতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির শোক সভা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি,(মঙ্গলবার) সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন) এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতিবৃন্দ ,যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি সাধারণ সদস্যবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলার সভাপতি গ্রাম ডাক্তার আবদুল মান্নান।
সভায় শোক প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ করা হয় এবং মরহুম প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার সাহেবের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন)।
সভাপতির বক্তব্য উপস্থিত সকল সদস্যবৃন্দ সাদরে গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সহ-সভাপতি বি.এম জয়নুল আবেদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার এম এ সাইদ, সদস্য আলমগীর হোসেন সহ আরও অনেকে। উক্ত সভায় সবার সম্মতিক্রমে সভাপতি হিসেবে গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন) কে এবং সাধারণ সম্পাদক হিসেবে গ্রাম ডাক্তার আবু সাইদকে নির্বাচিত করা হয়েছে। সভা পরিচালনা করেন সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দকে সভায় সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করার র জন্য আহ্বান করেন।

Daily Frontier News