Daily Frontier News
Daily Frontier News

বরিশালে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

ঝালকাঠি প্রতিনিধি:-

 

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ নন-এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আঃ ছালাম ও সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন মল্লিক কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্লাবন সরকার, সহ-সভাপতি লাবনী আক্তার, ফয়সাল কবির ও যুগ্ম সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান শর্তহীনভাবে এমপিও ভুক্ত করতে হবে। মানুষ গড়ার কারিগর নন এমপিও শিক্ষক কর্মচারী বৃন্দ অভুক্ত থেকে শ্রেণীকক্ষে পাঠদান করে যাচ্ছেন। এটা চরম অমানবিক ও মানবতা বিবর্জিত কাজ। তারা সরকারের কাছে অনতি বিলম্বে এমপিও ভুক্ত করার দাবি জানান।
বরিশাল জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

Daily Frontier News