কুমিল্লা প্রতিনিধি
বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীরা পেল বই- মাটির ব্যাংক। বুধবার সকালে কুমিল্লার শঙ্কুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাশন স্টেপ ও গোমেতি সংবাদের আয়োজনে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভি প্রতিনিধি আবু মূছা, সাংস্কৃতিক সংগঠন মিজানুর রহমান, শঙ্কুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ কাউসার আলম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। বই জ্ঞানের দরজা খুলে দেয়। বই জানার আগ্রহ তৈরী করে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানার্জন ও মেধার বিকল্প নেই।
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পাঠ্যাভ্যাস তৈরির লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics