চট্টগ্রামের মীরসরাই উপজেলার কৃতিসন্তান সৎ ও দক্ষ পুলিশ পরিদর্শক মেসবাহ উদ্দিন ভূইয়া একজন ফুল প্রেমী হিসেবে পরিচিত। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠার ও স্বাক্ষর রেখেছেন। চাকরির সুবাদে যখন যে থানার দায়িত্ব পালন করেছেন রুটিন মাফিক কর্মকান্ডের বাইরে ফুল বাগান বা গার্ডেন পরিচর্চা করতেন শখের বসত। যার ফলে ফুল প্রেমি পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
২০১৯ সালে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় যোগদান করে তিনি থানা কম্পাউন্ডে দৃষ্টিনন্দন ফুলের গার্ডেন সাজান। ২০২১ সালে যোগদান করেন লাকসাম থানায়।দেশের ঐতিহ্যবাহী এ থানা কম্পাউন্ডের বাহ্যিক পরিবেশ তার হাতের ছোয়ায় ফুলে ফুলে মনোমুগ্ধকর পরিবেশ প্রতিষ্ঠা পায়। এই দুটি থানায় ফুল বাগানে মহিত পরিবেশে ফটোসেসনের সুযোগ হাত ছাড়া করতে চায় না অনেকে। ধর্ম ভীরু ও মানবিক পুলিশ কর্মকর্তার পাশাপাশি ফুল প্রেমী ওসি হিসেবে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের কাছে তার ইতিবাচক পরিচিতির নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics