Daily Frontier News
Daily Frontier News

প্রেসক্লাব বিজয়নগ‌র নির্বা‌চিত সভাপ‌তি সারুয়ার হাজারী

 

জিয়াউর রহমান অপরাধ জগত প্রতিনিধি:-

.    প্রেসক্লাব বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়ার ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উক্ত ক্লা‌বের সহ সভাপ‌তি , মা‌সিক সূর্য শপথ প‌ত্রিকার সম্পাদক, দৈ‌নিক বর্তমান ও এ‌শিয়ান টি‌ভির প্রতি‌নি‌ধি এবং অভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান সারুয়ার হাজারী পলাশ ।

.  বৃহস্পতিবার ২৪শে এ‌প্রিল ২০২৫ইং  বিকাল ৩টার সময় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবা‌ড়িয়া সভাপ‌তি ও প্রেসক্লাব বিজয়নগ‌রের প্রধান উপ‌দেষ্ঠা জনাব মো: আবদুর রহমান খান ওম‌রের সভাপ‌তি‌ত্বে ও ক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জ‌হিরুল আলম চৌধুরী টিপুর সঞ্চালনায় প্রেসক্লব কার্যাল‌য়ে সদস‌্যদের ভো‌টের মাধ‌্যমে তা‌কে ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত করা হয় ।

.    সভায় অনলাই‌নে যুক্ত ছি‌লেন মৃনাল চৌধুরী লিটন , সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু । বক্তব‌্য রা‌খেন, দৈ‌নিক দিনকা‌লের বিজয়নগর প্রতিনি‌ধি এইচ এম জ‌হিরুল ইসলাম, উক্ত ক্লা‌বের সহ সভাপ‌তি দৈ‌নিক ইন‌কিলা‌বের বিজয়নগর প্রতি‌নি‌ধি, সা‌দেকুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈ‌নিক দেশ রূপান্ত‌রের বিজয়নগর প্রতি‌নি‌ধি এস এম জ‌হিরুল আলম চৌধুরী টিপু, দপ্তর সম্পাদক ও ভো‌রের দর্পনের বিজয়নগর প্রতি‌নি‌ধি, মোঃ আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক ও দৈ‌নিক অ‌গ্নি শিখার জেলা প্রতি‌নি‌ধি মোঃ শাহীন চৌধুরী, প্রচার সম্পাদক দৈ‌নিক তিতাস ক‌ণ্ঠের ষ্টাপ রি‌পোর্টার অপূর্ব দেব , ক্রীড়া সম্পাদক ও দৈ‌নিক রৌদ্রবাংলার প্রতি‌নি‌ধি মোঃ রো‌বেল হোসাইন প্রমূখ ।

.   প্রত্যেক বক্তাই সারুয়ার হাজারী‌ ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত হওয়ায় অ‌ভিনন্দন জানান এবং ক্লা‌বের সকল কার্যক্রম গ‌তিশীল হ‌বে ব‌লে আশা পোষন ক‌রেন ।

.   এ সময় ক্লা‌বের অন‌্যান‌্য সদস‌্য, এলাকার নেতৃবৃন্তরা এবং সুশীল সমা‌জের লোকজন উপ‌স্থিত ছি‌লেন ।

Daily Frontier News