আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার প্রথম নারী চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর কর্তৃক প্রেসক্লাব বিজয়নগরকে কম্পিউটার উপহার।
রবিবার ২৫শে ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রেসক্লাব বিজয়নগর কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরীর (লিটন) ও সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবুর সহ সকল সদস্যের উপস্থিতিতে সাংবাদিকদের দৈনন্দিন নিউজ এর কাজে ব্যবহার করার জন্য, কোড়. আই.-৫ এছার কোম্পানির ২০” মনিটরসহ একটি ভালো মানের কম্পিউটার প্রেসক্লাব বিজয়নগরকে প্রদান করেন।
গত ১১ই ডিসেম্বর ২০২৩ইং তারিখে প্রেসক্লাব বিজয়নগর এর নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের আবদারের প্রেক্ষিতে কম্পিউটার দেওয়ার নিশ্চিতা দেন।
এ সময় উপস্থিত অতিথির উদ্দেশ্যে (উপজেলা চেয়ারম্যান) সাংবাদিকবৃন্দ বলেন, বিগত বছর এর কর্মকান্ড সফলতার সাথে অতিবাহিত করেছেন ও ভবিষ্যতে সকল ভাল কাজের সহযোগিতায় পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, উপজেলার দায়িত্ব পাওয়ার পর থেকে বিগত বছরগুলো কতটুকু আপনাদের পাশে থেকে কাজ করতে পেরেছি জানিনা, তবে আমি আমার জায়গা থেকে আপ্রান চেষ্টা করেছি। আগামীতেও জনগণ আমাকে নির্বাচিত করিলে আপনারা (সাংবাদিক) সহযোগিতা করিলে আরও বেশি কাজ করার চেষ্টা করব। আপনারা (সাংবাদিক) আমার সকল কাজগুলো জনসাধারণের মাঝে ফুটিয়ে তুলুন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics