Daily Frontier News
Daily Frontier News

প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

এস.এম দুর্জয়:-

 

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(১২ মার্চ)বুধবার প্রহলাদপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির।ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা আক্তারুল আলম মাস্টার।প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড.মোতাহার হোসেন সবুজের সভাপতিত্বে ও এ্যাড.তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সি:সহসভাপতি ডা:শফিকুল ইসলাম,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জানান স্বপ্না,শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীসহ রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Daily Frontier News