আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-
. পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিন প্রবল বর্ষণেও চুনারুঘাটে পর্যটকদের ভিড় লক্ষ্য করার মত।ভারী বর্ষণ উপেক্ষা করে শত শত পর্যটক বিভিন্ন যানবাহন নিয়ে চুনারুঘাটের বিভিন্ন স্থানে উপস্থিত হয়েছেন।
(১৯ জুন)বুধবার সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়।বৃষ্টি বাদল উপেক্ষা করে শত শত পর্যটক চুনারুঘাটের সাতছড়ি,রামগঙ্গা,চন্ডীছড়া সহ বিভিন্ন স্থানে তারা পৌঁছে যান।এর আগে স্থানীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এক ভিডিও বার্তায় পর্যটকদের চুনারুঘাটে আসার আমন্ত্রণ জানান।এসময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান,বর্ষার মৌসুমে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে চুনারুঘাটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন। তিনি আরো বলেন নিরাপত্তা ব্যবস্থা আমি নিজে পর্যটন কেন্দ্রগুলোতে অবস্থান করে পর্যবেক্ষণ করে যাচ্ছি, যেকোনো পরিস্থিতিতে আমাদের পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলার বিষয়ে স্থানীয় এমপির দিক নির্দেশনাও রয়েছে, সেই লক্ষ্যই আমরা কাজ করে যাচ্ছি।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics