Daily Frontier News
Daily Frontier News

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এলাকাবাসীর বৈঠক।

 

সাংবাদিক,জুনায়েদ সিদ্দিক

.সিলেট জেলার- গোলাপগঞ্জ উপজেলা, বাদেপাশা ইউনিয়নে “মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান নানা অভিযোগে অভিযুক্ত। তাঁর পদত্যাগ দাবিতে আজ ১৯ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাথে মতবিনিময় করেছেন মফজ্জিল আলী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসী।
প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান এর পদত্যাগের দাবীতের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও উপজেলা শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসাইন, সাবেক চেয়ারম্যান রায়হান উদ্দিন, সাবেক মেম্বার বুরহান উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য রাসেল আহমদ, মোঃ জাকির হোসাইন, আবুল কালাম, দেলুয়ার হোসেন, জাকির উদ্দিন, সামাদুজ্জামান রুবেল, ইমরান আহমদ, জুয়েল আহমদ, নাইম, মাহিন, আব্দুল্লাহ, জাহেদ, রাফি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। তার পদত্যাগের দাবীতে আন্দোলন করে আসছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনকে থামাতে শিক্ষার্থীদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন সহ হয়রানি করে আসছিলেন এই প্রধান শিক্ষক।

.      এতে কিছু করেও শিক্ষার্থীদের থামাতে না পেরে তিনি মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন। তিনি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের নামে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যা অত্যান্ত লজ্জাজনক। প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের এ ধরনে ন্যাক্কারজন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিভাবক সহ এলাকাবাসী। অবিলম্বে তার পদত্যাগ নিশ্চিত করে বিদ্যালয়ে শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ধৈর্যের সাথে এলাকাবাসীর কথা শোনে এবং প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান পদত্যাগের ব্যাপারে প্রয়োজন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Daily Frontier News