Daily Frontier News
Daily Frontier News

প্রধানমন্ত্রীর খুলনায় আগমনে পাটকেলঘাটায় বিশেষ বর্ধিত সভা

 

জেলা প্রতিনিধি

 

চলো চলো খুলনা চলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল কর স্লোগানকে সামনে রেখে। আগামী (১৩) নভেম্বর সোমবার খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে।

শুক্রবার ১০ নভেম্বর সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সভাপতি, সাতক্ষীরা(১) আসনের সাবেক সংসদ সদস্য জননন্দিত জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ মঞ্জুরুল ইসলাম, স্বজল নন্দী ,হাফিজুর রহমান, মাহফুজুর রহমান মধু, সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।

Daily Frontier News