মোঃ সানাউল্লাহ, বরগুনা প্রতিনিধি:-
বরগুনা পৌর সুপার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বরগুনা জেলা প্রশাসন। শুক্রবার সকালে বরগুনা পৌরসভা প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্ত তিন শত ৯৬ জন ব্যবসায়ীর মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবীর, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেন এবং বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল হাসান মহারাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থাপনার উন্নয়ন সহ অগ্নিকাণ্ড ভষ্মিভূত হয়ে যাওয়া পৌর নিউ সুপার মার্কেটের উন্নয়নে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics