Daily Frontier News
Daily Frontier News

পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

 

মোঃ রিমন খান সরাইল ব্রাহ্মণবাড়িয়া:-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মৃত-মোঃ ইসমাইল মিয়ার ৭ মেয়ের পৈত্রিক সম্পত্তি ৪৫ শতক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোছাঃ আমেনা খাতুন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সরাইল প্রেসক্লাবে মিলায়তনে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য আমেনা খাতুন জানান, উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঃ কামরুল ইসলাম ও নজীব হোসেন গংরা জোরপূর্বক ভাবে আমাদের পৈত্রিক সূত্রে ভিটা বাড়ী ও ভূমি দখলে কায়দা কৌশল মামলা ইত্যাদি দিয়ে আমাদের ওয়ারিশদের কে হয়রানী মূলক ও অর্থনৈতিক ভাবে দূর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, আমার বাবার পার্শ্ববর্তী বাড়ি কামরুল ইসলাম, নজীব হোসেন ও শামসুল ইসলাম। বাবার রেখে যাওয়া ৪৫ শতক জায়গা মধ্যে ভুয়া দলিলের মাধ্যমে ১৭ শতক জায়গা বি, এস, এ, অন্তর্ভুক্ত করেন তাঁরা। বাকী ২৮ শতক জায়গা খালি অবস্থা রয়েছে। এই জায়গার আমরা কিছু করতে পারছি না। মিথ্যা মামলা করে ও খুন করার হুমকি পরদর্শন করছে।

সংবাদ সম্মেলনে আমেনা আরও জানান, আমরা সাত বোনের মধ্যে ৬ বোন মৃত্যু বরণ করেন। আমাদের ভাই না থাকাতে আমাদের জায়গা অন্যরা দখল করতে চেষ্টা করছে। বর্তমানে এই জায়গায় দেওয়ানী মামলা ও ফৌজদারী কার্যবিধি মামলা ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। বিবাদীগন আমার জায়গাতে পাকা দেওয়াল নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে দিকে নজিব হোসেন সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কেনা সম্পত্তি বলে দাবি করেন।

ভুক্তভোগী আমেনা খাতুন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কামরুল ইসলাম, নজীব হোসেন ও শামসুল ইসলাম দখলবাজি থেকে রক্ষা এবং ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।

 

Daily Frontier News