পিরোজপুর প্রতিনিধি :-
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনম এর উদ্যােগে মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহন ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
শুক্রবার(৩ নভেম্বর) দুপুরে পুনাক পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনম মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার এতিমখানার শিশুদের খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার এর গর্ভধারিনী “মা“ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খান, পিরোজপুর পুলিশ হাসপাতালের ডা: মেহেদী হক, উম্মে হানি বিনতে কবির, ডা. সামান্তা আলম রিস্তা প্রমুখ। এসময় মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশু ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics