সাইফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি:-
মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ বিন সাঈদী শুক্রবার (৮নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় এ সভায় তিনি বলেন, শেখ হাসিনার পতনের মূল কারণ দু:শাসন, নির্যাতন ও ছাত্রলীগের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম। বাংলাদেশে ১৮ কোটি মানুষ, কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্নীতির কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ার কারণে, দেশের সম্পদ বিদেশে পাচার করার কারণে আজকে দেশে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত, কিন্তু আমরা তার যথাযোগ্য ব্যবহার করতে পারছি না। কারণ আমাদের মাথায় পচন ধরার কারণে শরীরও প্যারালাইসড হয়ে যাচ্ছে। যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগণের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হতো না।
পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী আরো বলেন, বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় একাধিক এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল আমার বাবা দুইবারের এমপি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সময়ই।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, প্রশাসনের তোষামোদি না করে জনগণ এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পিরোজপুর গড়ে তুলবো। সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। সকলের ভুলত্রুটি তারা মানুষের সামনে তুলে ধরতে পারে।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics