সাতক্ষীরা প্রতিনিধি।
পাটকেলঘাটা বটমুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার১০ জানুয়ারি পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে পিঠা উৎসবের আয়োজন।
পাটকেলঘাটা বটমুল স্পোর্টিং
ক্লাবের সভাপতি নাহিদুর রহমান সাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, বিশেষ অতিথি পাটকেলঘাটা ও তালা উপজেলার কৃতি সন্তানগণ এবং দায়িত্ব সরকারি কর্মকর্তাগণ, পিঠা উৎসব আয়জনে পাটকেলঘাটা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে পিঠা প্রদর্শনী স্টল বসিয়ে, ৫০ প্রকারেরও বেশি পিঠা প্রদর্শন করে।সরুলিয়া দ্বিমুখি মাধ্যমিক বিদ্যালয় এর দশম ক্লাসের ছাত্রী রিয়া ঘোষ এর কাছে পিঠা তৈরির সম্পর্কে জানতে চাইলে বলেন,আমরা নিজেরা তৈরি করেছি যেগুলোই সমস্যা হয়েছে থেকে শিখে নিয়েছি। পিঠা উৎসব প্রদর্শনী দলগুলোতে হরেক রকমের পিঠা দেখা যায়,রসের পিঠা, পাটিসাপটা নারকেল পিঠা, ঝিনুক পিতা পুলি পিঠা, তিলের পায়েস পিঠা,বিস্কুট পিঠা, চিতাই পিঠা, সতিন মোচন পিঠা,নকশি পিঠা লাভ পিঠা, সুজি পিঠা, গোলাপ পিঠা,চালের গুড়া পিঠা, পাটিসাপটা সন্দেশ পিঠা, জামাই পিঠা, বশীকরণ পিঠা, ভালোবাসা পিঠা বউ সুন্দরী পিঠা, পাতাবাহার পিঠা, ডাবের পুডিং পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, কামরাঙ্গা পিঠা, ডালিয়া পিঠা, দুধপুলি পিঠা, নারকেল পিঠা, পুলি পিঠা, ডিম পিঠা, দুধ চিতই পিঠা,পান পিঠা,নকশি বন্ধা পিঠা, তালের বুড়া পিঠা,আলুর পিঠা, সরু পিঠা,চিংড়ি সবজি পিঠা, সংসার পিঠা, ডালের পাইকান পিঠা,সারাদিন চলা প্রর্দশী উৎসবে সর্বমোট ৯ টি ষ্টলে পিঠা প্রদর্শন করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics