Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় শীতের গরম কাপড় বিক্রি শুরু

শাহীন বিশ্বাস, সাতক্ষীরা জেলা প্রতিনিধি॥

 

শীতের আগমন ঘটতেই পাটকেলঘাটার কাউন্সিল রোডের পুরাতন কাপড় হাটে গরম কাপড় বিক্রি শুরু হয়ে গেছে। গত ২ সপ্তাহ ধরে এ বাজারে শিশু কিশোর থেকে বৃদ্ধদের জন্য মোটা কাপড় কমদামে বিক্রি হচ্ছে।
পাটকেলঘাটার পুরাতন এ শীত পোষাকের বাজার ঘুরে দেখা গেছে, শপিংমল বা বড় বড় গার্মেন্টস এর দোকানগুলো থেকে অর্ধেক অথবা তার থেকেও কম দামে এ এলাকার শীত নিবারনকারী গরিব অসহায় মানুষ শীতের কাপড় কিনতে ভীড় করছে। শীতের পোষাক কিনতে আসা ৫৪ বছর বয়সী ফয়জুদ্দীন জানান নাতীর জন্য পোষাক কিনতে এসেছি। বাজারের বড় বড় দোকানের চেয়ে এসকল পুরাতন দোকানে খুবই অল্প দামে শীতের কাপড় পাওয়া যায় এবং ছোটদের সুন্দর সুন্দর বাহারী ধরনের পোষাক রয়েছে এসব দোকানে। ছোট ছোট দুই ছেলে মেয়ে নিয়ে শীতের কাপড় কিনতে আসা শেফালী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কমদামে শীতের কাপড় বিক্রি করে। তাছাড়া বড় দোকানে একদর হওয়ায় সেখান থেকে জিনিসপত্র কেনা আমাদের মত গরীবদের জন্য কষ্টকর। তাই আমাদের জন্য এই খোলা দোকানগুলি অন্যতম। খোলা মার্কেটে শীতের কাপড় বিক্রেতা ইউসুফ আলী এই প্রতিবেদককে জানান, এ বাজারে প্রায় ২০ টি খোলা পোষাকের দোকান রয়েছে। এখান থেকে শুধু গরীব মানুষই শীতের পোষাক কেনেন না সন্ধ্যা থেকে গভীর রাত অবধী এই বাজার থেকে অনেক বড়লোকেরাও শীতের পোষাক কিনে থাকেন। কারন বড় বড় শপিংমল থেকে আমাদের এখানে খুবই সামান্ন মূল্যে শীতের পোষাক পাওয়া যায়। পুরাতন কাপড় ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, আমাদের দোকানে প্রতিদিন ৪-৫ হাজার টাকা বিক্রি হয়। পাটকেলঘাটায় ২০টি পুরাতন কাপড়ের দোকানে প্রায় লক্ষাধিক টাকা প্রতিদিন বিক্রি হয়। কিন্তু প্রাচিন আমল থেকে চলে আসা শনিবার ও বুধবার হাটবারে এ বেচা কেনা প্রায় দ্বিগুনের কাছা কাছি হয়ে থাকে বলে ব্যক্ত করেন।

Daily Frontier News