Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, জরিমানা আদায়

জেলা প্রতিনিধি:-

সাতক্ষীরার পাটকেলঘাটার খলিষখালী গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলেজছাত্রী প্রিয়াঙ্কা রানী দাশ (১৬)-এর সঙ্গে কেশবপুরের কাক্তিক দাশের পুত্র সমর দাশের বিয়ে ঠিক হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন । এবং কন্যার পিতা
বাবুলাল দাশকে (২ হাজার) টাকা জরিমানা করেন। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও স্থানীয় ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তার কলেজ পড়ুয়া কন্যা প্রিয়ান্কা রানী দাশ (১৬) এর সহিত কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের

সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায তালার খলিষখালী গ্রামের চা ব্য বসায়ী
বিয়ের দিন বিয়ের প্যান্ডেল ও খাওয়া দাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু সব আশা নিরাশায় পরিনত হয়ে গেল।

এ দিকে কন্যা প্রিয়ান্কা রানীর বয়স কম হওয়ায় কে বা কারা এ সি ল্যান্ড ( নির্বাহী ম্যাজিষ্ট্রেট ) কে খবর দেয়ে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে সব আয়োজন পন্ড করে দেয় এবং কন্যার পিতাকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে । অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় তার সাথে উপস্হিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহার খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তা হেলাল উদ্দীন সহ নেতৃবৃন্দ ।

Daily Frontier News