সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নে সরুলিয়া টু মিঠাবাড়ী রাস্তার নলকুড়া বাজার পর্যন্ত পাঁকা থাকলেও বাকী মিঠাবাড়ী ঋষিপাড়া পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
সরেজমিনে রাস্তায় গিয়ে দেখা গেছে নলকুড়া বাজার থেকে মিঠাবাড়ী ঋষিপাড়ার মোড় পর্যন্ত রাস্তাটি খানা খন্দকে পরিনত হয়েছে এবং মটরসাইকেল অথবা ইঞ্জিনভ্যান রাস্তাদিয়ে চলাচল করলে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ধানদিয়ার দৌলতপুর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক শত ছাত্র ছাত্রী প্রায় আড়াই কিলোমিটার দুরে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠে শিক্ষা গ্রহণ করতে যান। রাস্তাটির বেহাল দশা অবস্থায় ছাত্র ছাত্রীদের চলাচল খুবই কষ্টকর ব্যাপার। এছাড়া বর্ষা মৌসুমে রাস্তাটিতে হাটু সমান কাঁদা থাকে। তখন অত্র এলাকার ছাত্র ছাত্রীরা হাটু সমান কাঁদা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে পারে না। এ ব্যাপারে কবি নজরুল বিদ্যাপিঠের ৯ম শ্রেণীর শিক্ষার্থী দৌলতপুর গ্রামের প্রেমা ঘোষ এই প্রতিবেদককে বলেন, আমাদের গ্রাম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি দূরে হওয়ায় প্রতিনিয়ত পায়ে হেটে বর্ষা মৌসুমে আমাদের জন্য এই রাস্তা অতিক্রম করা অনেক কষ্টকর। একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বৈশাখী ঘোষ বলেন, রাস্তাটি ভাঙ্গাচুরা হওয়ায় এই রাস্তাদিয়ে কোন ভ্যান বা গাড়ি চলাচল করতে পারেনা। বিধায় এতদুরের পথ আমাদের পায়ে হেটে পাড়ি দিতে হয়। ৯ম শ্রেণীর ছাত্রী রিমা ঘোষ বলেন, আমাদের রাস্তাটি বহুদিন ধরে অবহেলিত। আমরা চাই অতিদ্রুত এই রাস্তাটি পাঁকা করে আমাদের চলাচলের পথ সুন্দর করা হোক। এদিকে ৮ম শ্রেনীর ছাত্রী প্রমি ঘোষ বলেন এতদুরের পথ পায়ে হেটে বিদ্যালয়ে যেতে আমাদের মাঝে মধ্যে ক্লাসে দেরী হয়ে যায়। ৭ম শ্রেণীর ছাত্রী তৃষা ঘোষ বলেন আমাদের যাতায়াতের একটি মাত্র রাস্তাটি অতিদ্রুত পাঁকাকরন চাই। স্থানীয় বাসিন্দা কুমার ঘোষ জানান দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি অবহেলিত। এই ইউনিয়নের কোন জনপ্রতিনিধি এই রাস্তাটির সংস্কারের কাজে নজর দেননি একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর দাবী রাস্তাটি দ্রুত পাঁকা করা হোক। এ বিষয়ে ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জাহাঙ্গীর আলমের সাথে ফোনে কথা হলে তিনি জানান রাস্তাটি টেন্ডার হয়ে গেছে অতিশিঘ্রই জনদূর্ভোগ লাঘবে কাজ শুরু করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics