Daily Frontier News
Daily Frontier News

পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব শরিফুল হকের প্রথম নির্বাচনী উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

কাউছার মিয়াঃ-

আগামী ৮মে অনুষ্ঠিত হবে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচন।উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শরিফুল হকের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সুলতানপুর বিডি পাড়ায় নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পলাশ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ রাজন, পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল আলম সুজন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মুমিন মোল্লা,চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরসিন্দুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন ভূইয়া , চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন ভূইয়া, চরসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম হোসেন, দফতর সম্পাদক আজমীর হোসেন, ১নং ওয়ার্ড সদস্য মোমেন মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ কর্মী সুমন মিয়া সহ চরসিন্দুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনগন।
সঞ্চালনায় ছিলেন, চরসিন্দুর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ড সদস্য ফরিদ উদ্দিন ভূইয়া।

উঠান বৈঠকে আলহাজ্ব শরিফুল হক বলেন,চরসিন্দুরের গর্ব বারবার নির্বাচিত সংসদ সদস্য পলাশ উপজেলার প্রাণপুরুষ আলহাজ্ব আনোয়ার আশরাফ খান দিলীপ এমপি ও সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন মহোদয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত হত রাখতে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৮ মে দোয়াত কলম মার্কায় আপনাদের দোয়া ও ভোট প্রার্থনা করছি এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন।তিনি আরো বলেন, আমি ঘোড়াশাল পৌরসভার প্রথম ও দুই দুইবারের নির্বাচিত মেয়র ছিলাম,আমি অন্ধকার পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছি। তাই আগামী দিনে উপজেলার উন্নয়নের কাজ করার সুযোগ দিন।

Daily Frontier News