Daily Frontier News
Daily Frontier News

পলাশ উপজেলাকে “পলাশ ফুলের” মতো সাজাব—বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন

 

ডেক্স রিপোর্ট 

পলাশ উপজেলাকে সাজাব “পলাশ ফুলের” মত করে কথা গুলো বলেছেন ডঃ মঈন খানের একান্ত সচিব বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন। তিনি বলেন , বিগত ১৫ বছরে পলাশ উপজেলার উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়েছিল। সন্ত্রাস , চাঁদাবাজি এবং দখলবাজির মতো ঘটনাগুলো সাবেক এমপি পোটন দিলীপ তুষারের সময়ে বৃদ্ধি পেয়েছিল। পলাশবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। জুলাই আন্দোলনের পর তারা পালিয়ে যায়।
সাবেক মন্ত্রী ড, আব্দুল মঈন খানের নির্দেশে তার একান্ত সচিব বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন পলাশ উপজেলাকে ফুলের মতো সাজানোর কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে চাঁদাবাজি , মাস্তানি ও দখলবাজি বন্ধ হয়েছে এবং উপজেলা জুড়ে শান্তির বাতাস বইছে। বর্তমানে নরসিংদী জেলার সবচেয়ে শান্তিপ্রিয় উপজেলা পলাশ।
ড, মঈন খানের হাত দিয়ে পলাশের বিভিন্ন স্থানে পলাশ ফুলের চারা রোপণ করা হয়েছে।
এ দিকে বাহাউদ্দিন মিল্টন পলাশকে সুন্দরভাবে পরিচালনা করছেন। একটি কুচক্রী মহল বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। পলাশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ জানিয়েছেন মিল্টন একজন ভাল লোক এবং আদর্শবান নেতা পাশাপাশি পলাশবাসীর আস্থাভাজন ও বিশ্বাসী ব্যাক্তি।
পলাশ উপজেলাকে ফুলের মতো সাজানোর এই উদ্যোগটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য হবে।

Daily Frontier News