কাউছার মিয়াঃ-
. জেলা নরসিংদী পলাশ উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে কাউয়াদী উত্তর পাড়া গ্রামের হাবীর ছেলে রুহুল আমিন (৪৫) ।
ভুক্তভোগী অসহায় শিশু শিক্ষার্থী কান্না কান্না কন্ঠে জানায়,গত বৃহস্পতিবার স্কুল ছুটি হলে সে স্কুল থেকে বের হওয়া মাত্র লম্পট রুহুল তাকে ধরে স্কুলের পিছনে নির্জন স্থানে নিয়ে মুখ বেধে ফেলে।এতে শিশু বাচ্চাটি শ্বাস নিতে পারছিল না।এসময় লম্পট তার পায়জামা খোলার চেষ্টা করে। শিশু বাচ্চাটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকার করণে সে তার হাত পা বাধার চেষ্টা করে। এ সময় রাস্তা দিয়ে হেটে যাওয়া এক মহিলা এই ঘটনা দেখে ফেলে এবং সে ডাক চিৎকার করে। তার ডাক চিৎকারে লম্পট পালিয়ে যায়।লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।
. এ বিষয়ে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি শরফরাজ বলেন, ঘটনা আমি শুনেছি এবং সহ সভাপতির সাথে আলাপ করেছি। সহ সভাপতি চরসিন্দুর ইউনিয়ন পরিষদ সদস্য, তিনি এখন কাজে ব্যস্ত। আমরা এক সময় বসে শালিস দরবার করে বিচার করবো।
. এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন একটা ঘটনা ঘটার পর ও স্কুল কমিটি উদাসীন। তারা ঘটনাটি প্রশাসনকে ও জানায় নি এবং কোন প্রদক্ষেপ নেয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জৈনিক “খ” আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান।কয়েক জন সালিশ কার, ধর্ষণের চেষ্টা অভিযোগ, শালিসের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। থানা পু্লিশ কে না জানিয়ে, আইনগত ব্যবস্থা গ্রহন না করে ? আপোষ মিমাংসা করার এহতিয়ার রাখে কি না ?
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics