Daily Frontier News
Daily Frontier News

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ১৫ মন ওজনের ভোলাহাটের সম্রাট

 

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ১৫ মণ ওজনের বিশাল দানব আকৃতির চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন, বড় জামবাড়িয়া গুচ্ছ গ্রামের সম্রাট নামের ফ্লাক ভি জাতের ষাঁড়টি।

ষাঁড় মালিক গোলাপ জানান আজ থেকে আড়াই বছর পূর্বে আমার বাড়িতে পালিত গাভি থেকে বীজের মাধ্যমে ফ্লাক ভি জাতের ষাঁড় টি জন্ম নেই।

১০ ফুট দৈর্ঘ্য ও উচ্চতা ৫ ফুট উচ্চতার এই ষাঁড় টি দীর্ঘ আড়াই বছর ধরে লালন পালন করে আসছি। আমি এক জন দরিদ্র মানুষ গুচ্ছ গ্রামে বসবাস করি তাকে প্রতিদিন দেশীয় খাবার ব্যান্ড, লালি, খড়, ভুসি, ভুট্টা ও মাঝে মধ্যে আপেল, কলা, খাজুরসহ প্রতিদিন
সাতশত টাকার খাবার দিতে গিয়ে আমার দুইটি মাঝারি সাইজের ষাঁড় গরু ও একটি বাগান বিক্রি করতে হয়েছে।

গোলাপ আরও জানান কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রস্তুত ষাঁড়টির ওজন এখন ১৫ মণ হবে বলে তিনি ধারণা করছেন। ভোলাহাটে সম্রাট কে অনেক যত্নের সাথে লালন পালন করা হয়েছে এ কারণেই সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ষাঁড়টি বলে দাবি গোলাপের।

স্থানীয়রা জানান গোপাল ষাঁড় টি বড় করতে অনেক পরিশ্রম এবং অনেক টাকা ব্যয় করেছে সে একজন গরিব মানুষ ষাঁড়টি কে ঘিরে তার অনেক স্বপ্ন এবং আমাদের চাওয়া সে যেন ন্যায্যমূল্য ষাঁড়টি বিক্রি করতে পারে।

গোলাম জানান অনেক টাকা ব্যয় করে ষাঁড় টি এতো বড় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন বিক্রি করতে পারলেই আমার স্বপ্ন পূরণ হবে।ষাঁড়টিকে এতো বড় করতে পারবো সেটা কখনোই ভাবিনি।

কোন ভাই কোরবানি জন্য বা খামারে লালন পালন করার জন্য আমার ষাঁড় টি ক্রয় করতে চাইলে সরাসরি দেখে শুনে দামদার করে নিয়ে যেতে পারেন নিম্নে আমার যোগাযোগ নম্বর দেওয়া হলঃ গোলাপ +০১৭৮২৯৮৯৮৪১।

Daily Frontier News