Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই শিক্ষার্থী আহত, এলাকায় চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি:-

 

পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীরা হলেন- শওকত হোসেন সজিব (৯) ও তানভির ইসলাম (১০)। বর্তমানে তারা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সেমাবার সকালে শ্রেণিকক্ষে হঠাৎ প্রবেশ করে প্রধান শিক্ষক কোনো রকম কারণ ছাড়াই ওই দুই শিক্ষার্থীর ওপর চড়াও হন এবং একাধিকবার বেত্রাঘাত করেন। এতে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সমর্থনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু ঐ দুই শিক্ষার্থী সেখানে উপস্থিত না থাকায় ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসামূলকভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, “ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুলের কয়েকটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এসেছিল। তাই আমি তাদের শাসন করেছি। বিষয়টি এত দূর গড়াবে ভাবিনি।”

আহত সজিবের মা বলেন, “আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে যায়, শারীরিকভাবে নির্যাতন করার কোনো অধিকার কারো নেই। আমার ছেলের পিঠে গভীর কালসিটে দাগ পড়েছে, ডাক্তার বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”

তানভিরের বাবা বলেন, “শিক্ষক যদি এমন আচরণ করেন, তাহলে আমরা কীভাবে সন্তানদের স্কুলে পাঠাবো? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, “একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। তার আচরণে যদি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে, তবে তা সমাজের জন্য অশনি সংকেত। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এদিকে ঘটনার পর স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ প্রস্তুত করেছেন এবং জেলা শিক্ষা অফিসকে বিষয়টি অবহিত করার উদ্যোগ নিয়েছেন।

Daily Frontier News