বোর্ড মিটিং আহ্বান করে দরপত্রের মাধ্যমে বিপুল সম্পদ বিক্রির অভিযোগ
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ
ন্যাশনাল টি লিমিটেডের চেয়ারম্যান পদ দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে শূন্য থাকার পর অবশেষে আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বোর্ড মিটিং আহ্বান করেছে কতৃ’পক্ষ। এই শূন্যতার সময়ের মধ্যে কোম্পানির অর্থ সংকট এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে।
কেরামত আলী, কোম্পানির আর্থিক কর্মকর্তা, চেয়ারম্যান পদ শুন্য থাকা অবস্থায় পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা এক প্রকার অভূতপূর্ব ঘটনা। তার পদত্যাগপত্রের ভাষা ছিল এমন যে, এটি পদত্যাগ নয় বরং দুই সাংবাদিকের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার। এই ধরনের পদক্ষেপ প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়েছে।
অন্যদিকে ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান কোম্পানির আর্থিক সংকট মোকাবেলার লক্ষ্যে ১২ টি চা বাগানের ট্রাম্প সরঞ্জামসহ প্রায় কোটি টাকার লোহা-লক্কর বিক্রির জন্য দরপত্র আহ্বান করেন। দরপত্র কেনার তারিখ ছিল ১ হইতে ৫ সেপ্টেম্বর। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১২ সেপ্টেম্বর। তবে সূত্রের দাবি, ৩৪ টি দরপত্র জমা পড়ে। আরও ২৫/৩০ জন দরপত্র জমা দিতে পারেন নি। মাত্র ২২ লাখ টাকায় একটি পক্ষ এই সম্পদ কিনে নিয়েছে, যা কোম্পানির বিপুল ক্ষতির ইঙ্গিত দেয়।
ন্যাশনাল টি লিমিটেডের সাম্প্রতিক এই ঘটনাবলী কোম্পানির পরিচালনা ও নৈতিকতার প্রশ্ন তুলে ধরেছে, যা বোর্ড মিটিংয়ে আলোচনার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics