শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
ক্যামেরাছিল সাগর খান।
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের নিধুরাম মন্দিরে, শুরু হয়ে গেছে প্রতিমা নিয়ে যাওয়ার পালা,ভীড় জমিয়েছ ডাকুয়া ইউনিয়ন ছোট বড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন প্রতিমা দেখার ও ভীড় জমিয়েছেন প্রতিমা, সবার মুখে একটাই কথা এ বছর পূজো অনেক বেড়েছে, শুধু তাই নয়,আগত ঠাকুর আনতে আসা ৩২ তম বর্ষে পদার্পণ করছে, নিধুরাম বাড়ির পুজো, এর উদ্যোগে বাড়ির পুজো হলেও, তিনি বলেন, এটা সবার পুজো, পুজোটা নিধুরাম মন্দিরে এলাকার সকল মানুষের, ১ দিন ধরে আনন্দ করে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেতে থাকে, এই পুজোটি আমার তালোই নিধুরাম ভুঁইয়া শুরু করে গিয়েছিলেন, আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার, আমি শুধু ওনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এবং চলার চেষ্টা করেছি সবাইকে নিয়ে।,, গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা এলাকার মানুষেরা এবং আমার পাশে থেকে এই পুজোকে সাজিয়ে তুলেন আমি কৃতজ্ঞ।,
প্রতি বছরই মহিলার একত্রিত হয়ে ,একটি করে থিম তুলে ধরেন, এবারও তাহারা থিম তুলে ধরেছেন তার মধ্যে সামঞ্জস্য রেখেই প্রতিবারে তারা থিম গুলি তুলে ধরেন, সত্যি প্রতিমা একটা বাড়ির পূজো যে এত বড় হতে পারে সেটা আজ দাঁড়িয়ে বোঝা গেল এবং যেভাবে মহিলারা অনূর্ধ্ব নীতি থেকে শুরু করে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে গেলেন,
এই পুজো স্বনামধন্য ব্যক্তিরা এসে শুভ সূচনা করেন এবারেও আমাদের অনেক দিন ধরে থাকছে বিভিন্ন অনুষ্ঠান ভোগের আয়োজন প্রভৃতি,
যত সন্ধ্যে আসছে, বাড়ীর অভিভাবক থেকে শুরু করে স্কুলের দিদিমণি এবং সদস্যরা ভীর জমিয়েছেন বাজারে বাজারে, আর একটা দিন একদিকে সরস্বতী পুজো অন্যদিকে valentine Dey । তাই পূজোটা একটু অন্যভাবে সেজে উঠবে, আনন্দে মেতে উঠবে পাড়ায় পাড়ায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics