Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর হাসপাতালে সিজারে নবজাতক শিশুর জন্ম, মা ও শিশুর হাতে এমপি’র উপহার।

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারে নবজাতক ছেলে শিশুর জন্ম।
বুধবার ২৩ নভেম্বর ২০২২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০ ঘটিকায় সদর ইউনিয়নের মহাখালপাড়ার রাখেশ দাসের স্রী পুতুল রানী দাসের সিজারের মাধ্যমে ছেলে শিশুর জন্ম হয়। সিজার পরিচালনা করেন গাইনি কনসালটেন্ট ডাঃ নাফিজা জাফরীন। উপজেলা সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ বিনামূল্যে সিজার পরিচালনা করে আসছে। সিজারে ছেলে শিশু জন্ম হওয়ার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এই সংবাদ পাওয়ার পর ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে অপারেশন কেবিনে গিয়ে মা ও শিশুর হাতে উপহার তুলে দেন। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে। শিশুর পিতা রাখেশ বলেন, বিনামূল্যে ডেলিভারি না হলে আমি সিজার করতে পারতাম না। নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের ব্যবস্থা চালু হওয়ায় এম পি মহোদয়কে অভিনন্দন জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৫ টি নবজাতশিশু সিজারের মাধ্যমে জন্ম হয়েছে।

Daily Frontier News