সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্থায়ী শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত তথ্য সংগ্রহ সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় আগামী১৫-২১ জুন কার্যক্রম উপলক্ষে উপজেলার স্থায়ী শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৮ মে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে কমিটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা সাব ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র দাস, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া প্রমূখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, ইউনিয়ন পরিষদ সচিবসহ জরিপ কমিটির সদস্যগণ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics