Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার ১১ মার্চ ২০২৪খ্রিঃ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিস মোঃ ইকবাল মিয়া এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি শেখ নূর আলম, শ্রীঘর উত্তর প্রধান মোঃ আনিসুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সালেম, নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিক্তা রাণী রায়, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদা, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক দাস, শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ১২৬ টি বিদ্যালয়ের ১২৬ জন প্রধান শিক্ষক। প্রধান অতিথি ও অতিথিগণ বক্তব্যে সকল বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় কোন শিক্ষার্থী বাহির না হওয়া, বিদ্যালয়ের গেট বন্ধ রাখা, বোরকা পরিহিত অপরিচিত মহিলাদের সাথে শিক্ষার্থীদের না পাঠানো এবং তাদেরকে সনাক্ত করা পরামর্শ প্রদান করেন। তাছাড়াও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া প্রতিটি বিদ্যালয়ে এক সপ্তাহের মধ্যে মা ও অভিভাবক সমাবেশ করার নির্দেশ প্রদান করেন।

Daily Frontier News