সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিনামূল্যে বিভিন্ন রোগীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলার দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায় আমেরিকা প্রবাসী জজ সাহেবের ছেলে আমেরিকা মেহেদী সামস্ এর আয়োজনে বিনামূল্যে এলাকার বিভিন্ন রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য-শিক্ষা-প্রযুক্তিখাতের সমন্বয় সাধনের মাধ্যমে ডিজিটাল ইনোভেটিভ সেবা নিশ্চিত করতে CRID USA এর উদ্যোগে iDEA Project ও ICT Division এর সহায়তায় “kambaii Health -Education-Innovation Ecosystem ” প্রোগ্রাম করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত ১৩ জন চিকিৎসক ২৫০ রোগীকে স্বাস্থ্যসেবা এবং প্রত্যন্ত এলাকার শিশু- কিশোরদের মধ্যে রোবোটিকস জ্ঞান ট্রেনিংয়ের শিক্ষা প্রদান এবং টেলিহেলথ ও Integrated App এর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমানোর লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠান করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics