Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বাঙ্গালীর প্রাচীন উৎসব ” চড়ক পূজা’ অনুষ্ঠিত

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাঙ্গালীর প্রাচীন উৎসব চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ নাসিরনগর উপজেলা সদর কামার গাঁও রিশি পাড়ার মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে শেষে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শৈব্য সম্প্রদায় শিব ভক্তরা মহাদেবের শন্তিষ্ট লাভের আশায় এই পূজা করা হয়। সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ১৪৮৫ খ্রিঃ বাংলাদেশ এই পূজা প্রথম আয়োজন করেন। তার পর থেকে চৈত্র সংক্রান্তি তিথিতে মহাদেবের ভক্তরা চড়ক পূজা উদযাপন করে আসছে। চড়ক গাছে ব্রাহ্মণ(পুরোহিত) নীল পূজা অর্চনা করে গাজন ভক্ত/ সন্ন্যাসীরা। চড়ক গাছে লৌহার হুক দিয়ে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘুরানো হয়। শরীরের বিভিন্ন অংশে বান বিদ্ধ, জলন্ত লৌহা বিদ্ধ, দাঁ এর উপর শুয়ে থাকা, মাটিতে সমাধি, আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হয় শিব ভক্তদের। চড়ক পূজা উপলক্ষে মাঠে বসে লোকজ মেলা। উক্ত মেলায বিভিন্ন জেলা, উপজেলা থেকে হাজার হাজর ভক্তের সমাগম ঘটে। শিব ভক্ত দীপক ও অমৃতলাল সন্ন্যাসী জানান, অপশক্তি থেকে রক্ষা করার জন্য পূজায় অংশ গ্রহণকারীদেরকে আধ্যাত্মিক শক্তির পরীক্ষা হিসেবে পূজা করা হয়।

Daily Frontier News