সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুলাই বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১, খাদ্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএকে একরামুজ্জামান। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান, এডঃ নাছির উদ্দিন আহমেদ,পুতুল রানী দাস, মোঃ রুবেল মিয়া, জিতু মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, গোলাম ছামদানী পিয়ারু, জেলা পরিষদ সাবেক সদস্য মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে নাসিরনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে ভলাকুট উত্তর সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে গুণিয়াউক দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।খেলার শেষে সভাপতি অতিথিদের সাথে নিয়ে বিজয়ী ও রানার্স আপ এর হাতে ট্রফি তুলে দেন। তাছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা,মোঃ কবির হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics