সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ-
নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে পুর্ববর্তী শত্রুতার জেরে ২ গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী ( ৫৫) নামে এক কৃষক খুন হয়েছে।
গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বার ও আলী আজগরের সমর্থিত ২টি গোষ্টির মধ্যে বেশ কয়েক মাস যাবত ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলছে । পুর্ব ঘটনার জের ধরে ৯ মে শুক্রবার বেলা ১১.৩০ সময়ে ২ গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পুর্বপাড়ার মৃত লাল মিয়া ছেলে আক্কল আলী মারা যায় । লাল মিয়ার ৩ ছেলের মধ্যে ২য় ছেলে আক্কল আলী। সোনাতোলা গ্রামে গোষ্টীগত সংঘর্ষে আক্কল আলী সহ উভয় পক্ষে খুন হয়েছে ৩ জন । চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং দায়িত্বরত এস আই আল আমিন ঘটনাস্থল থেকেই জানান , আমরা লাশের সুরতহাল করছি আইনগত ভাবেই পোস্ট মর্ডেমে পাঠাবো। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ” পুর্ববর্তী ঘটনার জের ধরেই আজকের ঘটনা ঘটেছে”।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics