Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ী অটোরিকশা চালকের গলিত লাশ উদ্দ্বার শ্রীবর্দী উপজেলায়

 

রবিউল ইসলাম নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের বাজুপাড়া গ্রামের শহিদ মিয়া(১৮) গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোজঁ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের চারদিন পর শেরপুরের শ্রীবরদী থেকে শহিদ মিয়ারর অর্ধগলিত লাশ উদ্ধার করে শ্রীবর্দী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীবর্দী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে শহিদ মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ি উপজেলার নন্নী এলাকার শহিদ মিয়া গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোজঁ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

একপর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে একটি অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় লাশটি নিখোঁজ শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।

ধারনা করাহচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিয়ে শহিদ মিয়াকে হত্যা করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News