Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

রবিউল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:-

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরের নালিতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়ন যুব দলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উসমান আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, প্রিয় অতিথি হিসেবে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়ায়েজ কালিমুল্লাহ টুকন উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন‍্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম, আঃ আলিম, লুকমান হোসেন, আলমাস মিয়া, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা ওবাইদুল হক বাবু, শেখ ফরিদ ইসলাম বাবু,মো: ছাদ্দাম হোসেন মোল্লা,সেলিম মিয়া, ইমরান আহমেদ প্রমুখ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Daily Frontier News