ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ঢাকা ঃঃ
. নারায়ণগঞ্জ জেলা শহরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রংমেলা নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক),ঢাকা এর পাট ও ব্লক বিষয়ে ১২ দিন ব্যাপি প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হলো।
১৩ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় নারায়নগঞ্জ শহরের কলেজ রোড অবস্থিত রংমেলা নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিসিক নকশা কেন্দ্র এর প্রধান নকশাবিদ মোঃ রাহাত উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা ও রংমেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা, পাট ও ব্লক বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষক আবিদা সুলতানা, ব্লক বিষয়ে দক্ষ প্রশিক্ষক নিশিতা পাল, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বিসিক এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্হা রেখেছেন। আপনারা এই প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতায় রয়েছি।
এ সময় প্রশিক্ষণ আয়োজনকারী সংস্থা’র সভাপতি নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা বলেন, আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমাদের সংগঠন বিভিন্ন সময় প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে থাকে। আমরা চাই প্রশিক্ষণের মধ্য দিয়ে সমাজের সকল শ্রেণীর মানুষ দক্ষতা তৈরি করে ব্যবসা শুরু করে আর্থিক ভাবে স্বচ্ছল হোক। নারায়ণগঞ্জে এই প্রথম ঢাকা বিসিক আমাদের ডাকে সারা দিয়ে নারায়ণগঞ্জে এসে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এ জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উদ্যোক্তা,ব্যবসায়ী ও ব্যবসা করতে আগ্রহীদের মধ্যে প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা, রিফা খান, ফারজানা আক্তার, সাদিয়া আফরিন তমা , ঝর্ণা বেগম, সুমি তালুকদার , খাদিজা আক্তার ভাবনা,মাহফুজা আঁখি ,মিঠুন,সুইটি, স্বর্ণালী আক্তার মিম, ডালিয়াসহ প্রমূখ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics