Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী’র পলাশের জিনারদীতে আওয়ামী লীগের দোসর ফাহাদ বাহিনীর হামলা——আহত–৪

 

পলাশ প্রতিনিধিঃ-

 

পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ রানা মিয়া, পিতা-মোঃ মতি মিয়া,
সাং-গয়েশপুর, থানা-পলাশ । অভিযোগে জানা যায় ,
মোঃ ফাহাদ (৩০), পিতাঃ আমজাত হোসেন খন্দকার, সুব্রত চন্দ্র ঘোষ (৩৫), পিতা-মৃত সুনিল
ঘোষ, মোঃ সালাউদ্দিন সরকার(৩৫), পিতা-মৃত নান্নু সরকার, সর্ব সাং-চরপাড়া(পারুলিয়া), থানা-
পলাশ, জেলা-নরসিংদীগনসহ অজ্ঞাতনামা আরোও ৮/১০ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের
করেন যে, উপরোক্ত বিবাদীদের সহিত রানার ফুফাত ভাই মোঃ আনোয়ার হোসেন মোল্লা এর জমি হইতে গাছ কাঁটাকে কেন্দ্র করে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে ।
পলাশ থানাধীন পারুলিয়া চরপাড়ার মোঃ আনোয়ার হোসেন মোল্লা তাহার বড় ভাইয়ের অনুমতিক্রমে
৩,৪০,০০০/-টাকার গাছ বিক্রয় করেন জিনারদী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ার। রানা মিয়া জানান ,
তখন বিবাদীরা আমার ফুফাত ভাইয়ের জমি হইতে গাছ বিক্রয় করিতে বাঁধা প্রদান করেন। উক্ত বিরোধের জের ধরিয়া ইং ২৮/০১/২০২৫ তারিখ সকাল অনুমান-১০ ঘটিকার সময় পলাশ থানাধীন পারুলিয়া চরপাড়া সাকিনস্থ আমার ফুফাত ভাইয়ের জমি হইতে বিক্রয়কৃত গাছ কাঁটিতে গেলে উপরোক্ত বিবাদীরা তাহাদেরকে গাছ কাঁটিতে বাঁধা প্রদান করেন। তখন আমার ফুফাত
ভাই মোঃ আনোয়ার হোসেন মোল্লাসহ ও আমার ছোট ভাই মোঃ মাছুম মিয়া (৩৫), এবং মোঃ সাগর (২৪), পিতা-মোঃ হাবিব মোল্লা, মামুন মিয়া (৩৮), পিতা-জাকির মিয়াসহ ঘটনাস্থলে গিয়া গাছ কাঁটিতে
বাঁধা দেওয়ার কারণ জিজ্ঞাবাদ করিলে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে রামদা, ছুরি,
চাপাতি, লাটি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়ে আমার ছোট ভাই মোঃ মাসুম মিয়াকে ১নং বিবাদীর হাতে থাকা চাঁপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া এলোপাথারিভাবে
কোপাইলে উক্ত কোপ আমার ভাইয়ের বাম হাতে শাহাদাৎ আঙ্গুল এবং ডান হাতে শাহাদৎ আঙ্গুলে লাগিয়া
কাঁটা রক্তাক্ত জখম হয়। আমার ভাই সরিয়া গেলে ০১ নং বিবাদী পূণরায় আমার ভাইকে চাঁপাতি দিয়া কোপ দেয়।
২ নং বিবাদী কোপ মারিলে উক্ত কোপ আমার ভাইয়ের ডান হাতের বাহুতে লাগিয়া কাঁটা রক্তাক্ত জখম হয়। হাতে থাকা লোহার রড দিয়া আমার প্রতিবেশী চাচা মোঃ সাগর মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া বারি মারিলে উক্ত বারি তাহার মাথার মাঝ খানে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত জখম হয়। মামুন মিয়াকে ০৩ নং বিবাদীসহ অন্যান্য বিবাদীদের হাতে থাকা লোহার রড দিয়া
এলোপাথারীভাবে বেধড়ক মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
উপরোক্ত সকল বিবাদীরা তাহাদেকে এলোপাথারীভাবে লাঠি, সোঠা দিয়া মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। তাহাদের ডাকচিৎকার শুনিয়া আশ পাশে থাকা লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা তাহাদেরকে প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসিয়া আমার ছোট ভাই মোঃ মাছুম মিয়া ও সাগর মিয়া এবং
মামুন মিয়াকে উপস্থিত লোকজনদের সহায়তায় উদ্ধার করিয়া নরসিংদী জেলা হাসপাতালে নিয়া চিকিৎসার
জন্য ভর্তি করি। বর্তমানে আমার ছোট ভাই মোঃ মামুন মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে জিনারদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফিরোজ মোল্লা জানান। ফাহাদের বাবা বিএনপি’র সহ-সভাপতি কিন্তু তার ছেলে ফাহাদ, সুব্রত গং সাবেক এমপি পোটন, দিলিপ ও কামরুল গাজীর লাঠিয়াল তারা এলাকায় চাঁদাবাজি মাস্তানি করে তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা । চুরি ,ডাকাতি ,মাদক ব্যবসা করে ৫ আগস্টের পর বিএনপি’র লোক সাজার চেষ্টা করছে। আমি প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। আমি তাদেরকে গ্রেফতারের দাবী জানাচ্ছি। এ ব্যাপারে ফাহাদের সাথে সাক্ষাতের জন্য তার বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
——————————————————-

Daily Frontier News