বিশেষ প্রতিনিধি নরসিংদী:-
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের আলোচিত যুবদল নেতা ঈমান মেম্বার আবারো বিতর্কের মুখে। সম্প্রতি হাজীপুরে চুরি হওয়া পল্লীবিদ্যুতের তার ঈমান মেম্বারের নিজ বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাতের আঁধারে পল্লীবিদ্যুতের বেশ কিছু মূল্যবান তার চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঈমান মেম্বারের বাড়ি থেকে ওই তার উদ্ধার করে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগেও ঈমান মেম্বারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈমান মেম্বার দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত।
এ নিয়ে হাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঈমান মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয় প্রশাসন ও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছ
এ ব্যাপারে ঈমান মেম্বারের বক্তব্য নিতে আর বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না মোবাইল করলে ফোন বন্ধ পাওয়া যায়
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics