মোশারফ হোসেন নীলু
নরসিংদী জেলা শাখার উদ্যোগে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলার বেলাব উপজেলার এ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এই’ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ নভেম্বর) বিকালে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশ্ব শান্তি রক্ষায় নিবেদিত মহান সুফি সাধক আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একক গোষ্ঠীবাদী অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে কেবল একক সম্প্রদায়, একক জাতি ও একক গোষ্ঠীর কুক্ষিগত করা মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার। এটি সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ। জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে অধর্ম পাশবিকতায় পরিণত হচ্ছে। মানবতার রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন বস্তুবাদী জাতীয়তাবাদ জীবনের সত্য অস্বীকার ও মানব সত্তার মৃত্যু এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদিএকক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের মৃত্যু। তিনি বলেন জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষায় মানব সত্তা ও জীবনের াত্বমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষে জীবনের বিপ্লব, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব মানুষের জন্য জীবনের অপরিহার্য কর্তব্য।
নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদ ও সাধারণ সম্পাদক হামিদুল হক পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রহমান, কেন্দ্রীয় নেতা আহমদ শাহ মোরশেদ চিশতি, জাকের আহসান রেজাউল কাউসার সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics