Daily Frontier News
Daily Frontier News

নবীনগর সংস্কারকাজ না হওয়ায়, যাতায়তের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ চরমে

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরনগর এলাকায় নাটঘর ইউনিয়নের অর্ন্তগত কুড়িঘর গ্রাম থেকে গোকর্ণ ঘাটের সড়কটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক।জেলা শহরের সাথে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে প্রতিদিন সি এন জি, মটর সাইকেল,অটো, রিক্সা, ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের যানবাহন নূরনগর(পূর্বাঞ্চলের) হাজার হাজার লোক যাতায়াত করে। কিন্তু গত কয়েক বছরে রাস্তাটির কোনো সংস্কার না করায় অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে আছে। রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং রাস্তার ইট গুলো খসে পড়েছে, কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে।এমতাবস্থায় রাস্তাটি দিয়ে যাতায়তের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।বর্তমানে এই রাস্তা দিয়ে অনেক যানবাহন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। অথচ এই রাস্তা পাড়ি দিয়েই যেতে হয় কলেজ ও মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে। এখনকার উৎপন্ন ফসলগুলো যোগাযোগের অভাবে ভালো বাজার পাচ্ছে না।রাস্তাটির বিভিন্ন স্থানে এমন করে গর্তের সৃষ্ট হয়েছে যে,যানবাহন তো দুরের কথা , পায়ে হেটে চলাই দুষ্কর। জরুরি অবস্থায় রোগী এ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। তাই রাস্তাটির আশু সংস্কারের ব্যবস্থা না হলে যাতায়তের ক্ষেত্রে অত্র এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে অত্র এলাকার জনগণের দুর্দশা লাঘবে যেন মর্জি হয়।

Daily Frontier News