Daily Frontier News
Daily Frontier News

নবীনগরে বালুমহালে গুলাগুলি, আহত ৩

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউপি এলাকার ধরাভাঙ্গা গ্রামে সোনাবালুয়া ঘাটে গোলাগুলির ঘটনা ঘটেছে।
রবিবার (১৭/১২/২০২৩ ইং) আনুমানিক সন্ধ্যা ৫ টা ১০ মিনিটের দিকে মেসার্স মুন্সি এন্টারপ্রাইজ কোম্পানির বালু মহালে কর্মরত শ্রমিকদের উপর নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল হক সিকদার গ্রুপের লোকজন ০৩টি স্পিডবোট ও ০২টি বড় ট্রলারে করে উল্লেখিত স্থানে আকস্মিক হামলা করে।
হামলায় চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় পাইপ গান দিয়ে ফাঁকা গুলি ছিটায়। উক্ত হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধরা যথাক্রমে ১। সোহেল (৩৫) পিতাঃ রইস মিয়া সাং মুক্তারামপুর বড়িকান্দি, ২। মকবুল (৪৫) পিতাঃ মৃত ফজলু মিয়া সাং ধরাভাঙ্গা, ৩। তামিম (২৮) পিতাঃ বাবুল মিয়া সাং বড়িকান্দি সকলেই নবীনগর উপজেলার বাসিন্দা।
আহতদের মধ্যে সোহেল ও তামিম নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মকবুল উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বিশেষ সুত্র থেকে জানা যায় বালু মহালের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মাঝে এই দ্বন্দ্ব সংগঠিত হয়েছে।

Daily Frontier News