নবীগঞ্জ (হবিগঞ্জ):- এলাকা থেকে
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে হবিগঞ্জ শহরস্থ বেবিস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, রবিবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র ইমদাদুর রহমান মুকুল (৫৫)।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এতে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ ভাবে অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর কবির গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics