নবীগঞ্জ প্রতিনিধিঃ-
নবীগঞ্জ শহরের ব্যাংকের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যুবক জনতার হাতে আটক। তাদেরকে আটকের পর উত্তম মধ্যম দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেয়া হয় নবীগঞ্জ থানায় সোপর্দ করার জন্য।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এনিয়ে বিরাজ করছে নানা প্রশ্ন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় যোগাযোগ মাধ্যম ফেসইবুকে ছিনতাইকারী আটকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক লিমিটেড থেকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের এক মুরব্বি কৃষক মাসুক মিয়া ২০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে ব্যাংকের নীচ তলা আসা মাত্রই তিন ছিনতাইকারী জোরপূর্বক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার সু- চিৎকার ও কান্নাকাটি দেখে বিএনপি নেতা আবুল কালাম মিটু, সাবেক কাউন্সিলার নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী গংরা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে পাকড়াও করলে অপর একজন পালিয়ে যায়।
আটককৃত ছিনতাইকারী হলো, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের আবদাল মিয়ার পুত্র দিলদার মিয়া ও আবুল মিয়া পুত্র জাহাঙ্গীর মিয়া। জনতা এ সময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করেন। পরে উপস্থিত জনতা আটককৃত ছিনতাইকারীদের গণপিটুনি দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের নিকট দেয়া হয় তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার জন্য।
এ ব্যাপারে বিএনপি নেতা ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুন্ম আহবায়ক আবুল কালাম মিটু বলেন, আমি এক মুরব্বির কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় আমার চোখে পড়ে। এতে, আমি স্থানীয় জনগনের সহায়তায় দুইজনকে আটক করি এবং অপর একজন পালিয়ে যায়। আমরা আটককৃতদের স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেই তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য। তিনি নিয়ে যান থানায় দিবেন বলে কিন্তু কেন দেননি জানি না।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নবীগঞ্জ তানার ওসি মোঃ কামাল হোসেন এরিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেন থানায় কোন ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics