Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট- এ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল গ্রেফতার 

 

বুলবুল আহম্মদ নবীগঞ্জ( হবিগঞ্জ)প্রতিনিধি:-

 

.   সারা দেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্টে নবীগঞ্জ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।

জানাযায়, গতকাল (৭ ফেব্রুয়ারী) শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার পুত্র ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)।

হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গত (৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর থানার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার একটি মামলা আসামী দেখিয়ে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার দেখানো হয়। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটিনমামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আজ সকালে তাকে হবিগঞ্জ আদালতের প্রেরন করলে আদালত জেল হাজতে প্রেরন করেন।

 

Daily Frontier News