Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জের কল্যাণ পুর হাওরাঞ্চলের ২ প্রবাসীর বাড়ি সহ ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! জনমনে আতংক

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণ পুর গ্রামে ফ্রান্স ও পর্তুগাল প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা, ৬টি মোবাইল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে অস্ত্রধারী ডাকাতদল৷
ঘটনাটি ঘটেছে গতকাল ১০ ফেব্রুয়ারী দিবাগত রাত অনুমান ২টার দিকে৷ বাড়ীর গৃহকর্তা প্রবীণ বাউল শিল্পী মতিন সরকার বলেন, আমরা কোনো কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারীরা টিনসেড ঘরে প্রবেশ করে আমাদের হাত-পা বেঁধে ডাকাতি করে সব নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার ছেলের সন্তানের মধ্যে আকমল হোসেন ফ্রান্স থাকে ও ইকবাল হোসেন পর্তুগাল থাকে। আমার বয়সের ভারে নতজানু অবস্থায় আমার ছেলেরা প্রবাস থেকে পাঠানো টাকা দিয়ে নতুন বাড়ী জোয়ালভাঙ্গা হাওরের নিকটে বানানোর কাজ করছি৷
খুজ নিয়ে আরো জানাযায়, তাদের ঘরে রক্ষিত ২ লক্ষ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল৷
এদিকে, এই বাড়িতে ডাকাতি শেষে হাওরে লিটন মিয়ার হাঁসের ফার্মে হানা দিয়ে মালিক লিটন মিয়া
(৪০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়৷ সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অপরদিকে, পাশ্ববর্তী ফখর উদ্দীনের বাড়িতেও ডাকাতরা হানা দেয়। তবে, ডাকাতরা এখানে কোনো মালামাল নিতে পারেনি। লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথেই হাওর দিয়ে পালিয়ে যায় ডাকাকদল৷ এসব ডাকাতির খবর চতুর দিকে ছড়িয়ে পড়লে লোকজনের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।
এঘটনায় নবীগঞ্জ থানার সাব-ইন্সফেক্টর স্বপন সরকার বলেন, আমরা বিষয়টি শোনেছি যেহেতু আমার বিটে এঘটনাটি ঘটেছে আমরা তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো৷

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং 01716-796398

Daily Frontier News