বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ইদানীং ব্যাপকহারে চুরি বৃদ্ধি পেয়েছে। মটরসাইকেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান সহ বাসা-বাড়ীতেও অহরহ চুরির ঘটনা ঘটছে। এতে নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীসহ সাধারন মানুষ। ঐ সব চোরের গডফাদারদের কাছে এলাকাবাসী অসহায় হয়ে পড়েছেন।
জানা য়ায়, গত বুধবার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে একরাতে ৫ দোকানে চুরি সংঘটিত হয়েছে। ব্যবসা প্রতিষ্টানগুলো হলো আকিকুর রহমানের মালিকানাধীন আয়েশা ষ্টোর, লিক্সন আহমেদের মালিকানাধিন বারিক ফার্মেসী, জোবায়ের আহমেদের মালিকানাধিন জোমা টেলিকম, ছাবির টেলিকম, গোবিন্দর মালিকানাধীন লোকনাথ ফার্মেসী ও ইনাতগঞ্জ বাজারের সুমন ষ্টোর।
ঐ ব্যবসায়িক প্রতিষ্টানের মালিকরা জানান,
প্রতিদিনের ন্যায় তারা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাতের যে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা সহ মালামাল লুটপাট করে চলে যায়। সকালে এসে আমরা দেখি তালা ভাঙ্গা। এর আগেও এলাকায় মটরসাইকেলসহ ৮/১০টি চুরির ঘটনা ঘটেছে।
প্রশাসনের টহল ব্যবস্থা জোরদার না হওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। ব্যবসায়ীসহ এলাকাবাসী চুরি বন্ধে প্রশাসনের আশু
হস্তক্ষেপ কামনা করছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics