Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জের উপজেলা কর্মকতা’র বদলি নবাগত কর্মকর্তার যোগদান 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বদলি জনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করেন। এবং বিদায়ী সাবেক নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন।

এতে নতুন নির্বাহী কর্মকর্তা’র সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। নবাগত কর্মকর্তাকে বিদায়ী কর্মকর্তা সবার সাথে পরিচয় করে দেন।

জানাযায়, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন যোগদানের পূর্বে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা।

তিনি’র বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। তিনি দায়িত্ব পালনে উপজেলার সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মোঃ রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে রুহুল আমিনকে পদায়ন করা হয়।

Daily Frontier News