Daily Frontier News
Daily Frontier News

নবম পে-স্কেলসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান –

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবি জানিয়ে মাননীয়  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের জেলা নেত্রীবৃন্দ। আজ ২৪ এপ্রিল (বুধবার),চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ স্মারকলিপি প্রদান করেন। নবম পে-স্কেল ঘোষণা সহ অন্যান্য দাবীতে আন্দোলনরত ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মোঃ হেলাল উদ্দিন(এসকে হেলাল) ও মোঃ নাহিদুল হক জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলো হচ্ছে- বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে- কমিশন গঠন, বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল,এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, শতভাগ পেনশন প্রদানসহ কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন।
জানা যায়, জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের পর তারা বিভিন্ন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েও সরাসরি স্মারকলিপি প্রদান করবেন,
এতেও যদি দাবী আদায় না হয় তাহলে আগামী ৬ জুন জাতীয় প্রেসক্লাবে একই দাবিতে  মানববন্ধন করবে সংগঠনটি, উল্লেখ্য সংগঠনটি গতবছর মহাসমাবেশের ডাক দিয়েও সরকারের বিশেষ অনুরোধে নির্বাচন পূর্ব বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি প্রত‍্যাহার করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পে-স্কেলের বিষয়টি উল্লেখ থাকায় উক্ত ইশতেহারের বাস্তবায়ন চায় ১১-২০ গ্রেডের সরকারি  কর্মচারীরা। তাদের বক্তব্য গত ৯ বছরে পে-স্কেল প্রদান করা হয়নি অথচ দ্রব‍্যমূল‍্যের চরম উর্দ্ধগতির কারনে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে! তাই বৈষম্য মুক্ত পে-স্কেল পেতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। তাদের  আশা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে  তাদের দাবি বাস্তবায়ন হবে।

Daily Frontier News