ফজলুল করিম সবুজ (নওগাঁ)-
নওগাঁর মান্দায় ১৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সিদ্দিক মোল্লা (৫০) ও মহাদেবপর উপজেলার সদরের মৃত ফয়জার রহমানের ছেলে কারিয়াপ্পা (৫৫)।মঙ্গলবার বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর রহমান এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে মান্দা থানা এলাকায় একটি চক্র ভারতীয় জাল রুপি সরবরাহের জন্য প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেন। এসময় তাদের কাছে ১৩ লক্ষ ৭৫ হাজার জালরুপি জব্দ করা হয়।
ওসি আরো জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম, উপ-পরিদর্শক (এসআই) মিজানুরসহ
একটি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics