Daily Frontier News
Daily Frontier News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

অন্যায় করলে সরকার ও নির্বাচন কমিশন কাউকে ছাড় দিবে না

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ২৮ ডিসেম্বর থেকে বিজিবি ও ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে থাকবে। অন্যায় করলে সরকার ও নির্বাচন কমিশন কাউকে ছাড় দিবে না। কোন প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। আপনাদের কাজ জনগণের কাছে ভোট চান, জনগণ যাকে যোগ্য মনে করবে তিনিই জনগণের ভোটে নির্বাচিত হবেন। এ ব্যাপারে যদি কারো কোন সন্দেহ, বিন্দুমাত্র সন্দেহ পরিহার করে জনগণের কাছে চলে যান। অসম্মানজনক কাজ করলে আমরা কাউকে চিনবো না। ভোটের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা আপনাদের দায়িত্ব। এ দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনাদের পালন করতে হবে। মনে রাখতে হবে-যে কোন কিছুর বিনিময়ে আমরা সুষ্ঠু নির্বাচন করবো’।
তিনি শনিবার বিকেলে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মন্নান বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, প্রার্থী মিজানুর রহমান, আবদুর রহমান জাহাঙ্গীর, খোরশেদ আলম, ইলিয়াছ মজুমদার, মুজিবুল হকের পক্ষে পৌর মেয়র জিএম মীর হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার, আবু তাহের, মোশারফ হোসেন, নায়িমুর রহমান মজুমদার মাসুম, মোস্তফা কামাল, মাহফুজ আলম, জাফর ইকবাল, কাজী ফখরুল আলম ফরহাদ, একে খোকন, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল।

Daily Frontier News